এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়া পদ্মশিখীল রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এলাকাবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করেন। এ সমস্যা প্রকট আকার ধারণ করছে। ভূক্তভোগীরা বিভিন্নস্থানে যোগাযোগ, দেন-দরবার করেছেন। কোন সুফল পাচ্ছেন না। তারা অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান বলেছেন, এ ব্যাপারে তিনি উপজেলা পরিষদ বরাবরে প্রস্তাব পাঠিয়েছেন। রাস্তাটি চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত। এলাকার মেম্বার আকতার হোসেন সম্প্রতি লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, রাস্তাটি দীর্ঘদিনের পুরানো। বাইয়ার পাড়া হতে শুরু হওয়া এ রাস্তাটি পদ্মশিখীল পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন এলাকার হাজার হাজার শিক্ষার্থী, কৃষক ও অধিবাসীরা এ রাস্তা অতিক্রম করে মূল রাস্তায় আসেন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করেন। রাস্তাটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে। এ বছর বিভিন্নস্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
এলাকার প্রসূতি নিয়ে হাসপাতালে যাওয়ার সময় রিক্সা পর্যন্ত চলাচল করতে পারে না বলে অনেক সময় পথেই প্রসূতিরা বাচ্চা প্রসব করেন বলে প্রকাশ। এলাকাবাসীরা অত্যন্ত গরীব বলে নিজেদের উদ্যোগে একদলা মাটি পর্যন্ত দিতে পারেন না। এ অবস্থায় তারা নিদারূন দূর্ভোগ পোহাচ্ছেন।
লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান জানিয়েছেন, তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসীরা সাংবাদিকদের জানিয়েছেন, রাস্তাটি সংস্কার করার পর ইট বিছিয়ে চলাচলের সুগম ব্যবস্থা করা অত্যন্ত জরুরী। এ প্রতিনিধি সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা দেখতে পেয়েছেন।