ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | চরম্বায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

চরম্বায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

214

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা রাজঘাটা বর্ষাঘোনায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসন ১৭ মে নগদ অর্থ বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম এ অর্থ ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১০ মে রাতে একদল বন্যহাতি এ এলাকায় হানা দেয়। দলটি সর্বমোট ১০ জন কৃষকের বাড়িঘর ভেঙ্গে তছনছ করে চলে যায়। তার আগেরদিন এ এলাকায় একটি বন্যহাতি প্রসব বেদনায় আকতর হয়ে মারা যায়। তাকে বর্ষাঘোনায় মাটিচাপা দেয়া হয়েছে। এলাকাবাসীরা ধারণা করছেন দলের অন্যহাতির ধারণা তাকে বর্ষাঘোনার লোকজন মেরে ফেলেছে। সর্বশেষ জানা যায়, বন্যহাতির দল বর্তমানে বর্ষাঘোনা এলাকা সংলগ্ন পাহাড়ে অবস্থান করছে। যে কোন মুহুর্তে আরো বেপরোয়া হয়ে দলটি এলাকার লোকজনের উপর হামলা চালাতে পারে।

213
যেসব পরিবার হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে তারা হলেন যথাক্রমে বর্ষাঘোনা এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল (২৯), মিয়া জানের পুত্র জহির আহমদ (৪০), মৃত কবির আহমদের পুত্র নুরুল আবছার (৪৯), মৃত রকিব উল্লাহর পুত্র মোঃ নুরুল ইসলাম (৬০), মৃত আলী আহমদের পুত্র সৈয়দ আহমদ (৪০), আল আমিনের স্ত্রী মরিয়ম বেগম (৪০), মৃত নজির আহমদের স্ত্রী মোহছেনা খাতুন (৫০), কবির আহমদের পুত্র মিজান (২৩), মৃত ফয়েজ আহমদের পুত্র আশরাফ আলী (৪৫) ও মৃত আবদুল জলিলের স্ত্রী রাবেয়া খাতুন (৫০) প্রমুখ।

অপর এক সংবাদে জানা যায়, গত ১৬ মে রাতে লোহাগাড়ার আধুনগর জঙ্গল রশিদেরঘোনায় বন্যহাতির অপর একটি দল তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্থরা অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!