এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা কাজির পাড়ার এক যুবক কাতারের শাহানিয়া সড়কে চলন্ত গাড়ির ধাক্কায় নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
গত ২০ জানুয়ারী কাতার সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ মোরশেদ (২৪) ওই এলাকার প্রবাসী আবুল কাশেমের পুত্র। ৪ বছর পূর্বে তিনি কাতারে যান।

গত ৪ বছর পূর্বে তিনি কাতারে গিয়েছিলেন। তিনি একটি প্রাইভেট কোম্পানী চাকুরী করতেন বলে জানা যায়। তার মরদেহ স্থানীয় হামাদ মেডিকেল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান।
মোরশেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।