নিউজ ডেক্স : চন্দনাইশে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সোয়া ৪টায় চন্দনাইশের কসাইপাড় পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়ার খাগরিয়ার হাজেরা খাতুন (৪৫), ওনার মেয়ে নয়ন তারা (৯), সাতকানিয়ার কালিয়াইশের ফরিদ উদ্দিন (৪৫), চন্দনাইশ বাগিচাহাটের আবদুল মোতালেব (৬০), চন্দনাইশের চৌধুরীপাড়ার আল আমিন (৩৫) ও চন্দনাইশের মুনর আহমেদ (৪০) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের সাথে বিপরীতমুখী পিকআপ ও কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যায়।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, `চন্দনাইশের কসাইপাড়ার পাঠানপোল এলাকায় হানিফ পরিবহনের বাস, ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজন গুরুতর রয়েছেন।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। পরবর্তীতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের এখনো পরিচয় পাওয়া যায় নি বলে জানান তিনি ।
-সিটিজি টাইমস