নিউজ ডেক্স : চন্দনাইশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসিম (৮) ও তুশপি আক্তার (৬) নামে দু্ই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা স্থানীয় ছৈয়দাবাদ গ্রামের প্রবাসী খোরশেদুল আলমের ছেলে-মেয়ে। বৃহস্পতিবার উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রবাসী খোরশেদুল আলমের ছেলে-মেয়ে বাড়ির সামনের পুকুর ঘাটে বসে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-ইত্তেফাক