নিউজ ডেক্স : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি। এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশন সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত সভার এক নোটিশে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৫৮তম সভা অনুষ্ঠিত হবে।
আলোচ্যসূচিতে রয়েছে- গণপ্রতিনিধিত্ব আইন-২০২০ এর খসড়া বিল অনুমোদন, জাতীয় সংসদের গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ শূন্য আসনে উপনির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ এর খসড়া প্রকাশের তারিখ নির্ধারণ, সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ, খসড়ার ওপর দাবি/আপত্তি গ্রহণ, নিষ্পত্তি, সন্নিবেশকরণ এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ নির্ধারণ এবং বিবিধ।