Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ আরও দু’রোহিঙ্গা

চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ আরও দু’রোহিঙ্গা

142339CMCH

নিউজ ডেক্স : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা বাহিনীর সহিংসতার শিকার হয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসা আরও দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- আমান উল্লাহ (২৮) ও মো. আরাফাত (২৫)। তারা দুজনই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতালে আসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

গত ১২ দিনে মোট ৪৮ জন রোহিঙ্গা চমেকে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন গত ২৬ আগস্ট এবং একজন ৩০ আগস্ট মারা যান।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট (শুক্রবার) রাতে মিয়ানমারে সৃষ্ট সহিংসতায় পুরো রাখাইন রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতায় মিয়ানমার সরকারের তথ্যে এ পর্যন্ত ১০৬ জন নিহত হয়েছে। এতে ১২ জন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের তথ্য মতে, এই পর্যন্ত কয়েক হাজার নিরস্ত্র রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু মিয়ানমার সেনাদের হত্যার শিকার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!