Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ

নিউজ ডেক্স : টানা ১৫ দিন ধরে রোগীশূন্য থাকার পর চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাময়িকভাবে বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালটির উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর করোনা আক্রান্তদের চিকিৎসা নিয়ে যখন চারদিকে হাহাকার দেখা দেয়, তখন করোনা রোগীদের চিকিৎসায় মাত্র ১৬ দিনে এ হাসপাতালটি গড়ে তোলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। নাভানা গ্রুপের সহায়তায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ৬০ শয্যার এই হাসপাতালটি তৈরি করা হয়। স্বেচ্ছাসেবি একদল তরুণ-যুবককে সাথে নিয়ে ২১ এপ্রিল থেকে হাসপাতালটির সেবা চালু করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। শুরু থেকে ডাক্তার-নার্সসহ ওই তরুণ-যুবকরাই স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা দিয়ে এসেছেন। চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে এ হাসপাতালে ৩৫ জন তরুণ-যুবক নিয়মিত সেবা দিয়ে গেছেন।

জনগণের দেয়া অর্থে পরিচালিত এ হাসপাতালের আউটডোর ও ইনডোরে গত চারমাসে করোনায় আক্রান্ত ও উপসর্গযুক্ত দেড় হাজারেরও বেশি (১৬১২ জন) রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। আপাতত বন্ধ রাখলেও প্রয়োজন পড়লে যে কোন সময় পুনরায় এর সেবা চালু করা যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!