ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম জেলা পুলিশ সম্মাননা দিল ৩৯২ মুক্তিযোদ্ধাকে

চট্টগ্রাম জেলা পুলিশ সম্মাননা দিল ৩৯২ মুক্তিযোদ্ধাকে

নিউজ ডেক্স : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে চট্টগ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাসহ ৩৯২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।  

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ৮৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। এছাড়া ৩০৭ জন বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা উপহার পৌঁছে দেওয়া হয়।  

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরআরএফ চট্টগ্রাম কমান্ড্যান্ট (এসপি) এম এ মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন এবং মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে হতে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তাহের, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, পুলিশ মুক্তিযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশ মুক্তিযোদ্ধা পরিদর্শক (অব.) মো. আবুল বশর মহান মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!