
নিউজ ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
শনিবার রাতে উপজেলার কুমিরা সাগরপাড়ে অবস্থিত মহসিনের মালিকানাধীন ‘ও ডব্লিউডব্লিউ’ শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন নীলফামারী জেলার ডোমার থানার দিগন্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও সীতাকুণ্ড বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাসুদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত একটি স্ক্র্যাপ জাহাজে কাটিংয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে তেলের ট্যাংকিতে প্রবেশ করে তেল নিষ্কাশনের সময় সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা।
পরে তাদের উদ্ধার করে রাত ১০টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম ও মাসুদকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রথমে ইয়ার্ড মালিকের পক্ষে কেউ আমাকে কিছু বলেননি। পরে তথ্য পেয়ে রাত ১০টার পর ওই শিপব্রেকিং ইয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারি।
জাহাজের ট্যাংকিতে কাজ করতে গিয়ে তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। এর মধ্যে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner