নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নগরের ইপিজেড ও সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান। গ্রেপ্তার চারজন হলেন-মো. আনোয়ার হোসেন প্রকাশ নুর হোসেন (২৫), মো. বাবুল আহম্মদ (৩৮), মো. আলমগীর (৪৫) ও মো. সোহেল হোসেন (১৯)।
মিমতানুর রহমান জানান, ইপিজেড থানার চানখালি বিলের পুড়া কলোনি থেকে মো. আনোয়ার হোসেন প্রকাশ নুর হোসেন, মো. বাবুল আহম্মদ ও মো. আলমগীরকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় এবং সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী বাস্তুহারা লেন থেকে ৭০ গ্রাম গাঁজা ও ৩০৮ পিস ইয়াবাসহ মো. সোহেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে সদরঘাট ও ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
