Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে বিস্ফোরণে মা-ছেলে-মেয়ে দগ্ধ

চট্টগ্রামে বিস্ফোরণে মা-ছেলে-মেয়ে দগ্ধ

image-75065-1563110550

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন। রোববার ভোরে কলসী দিঘীর পাড়ের ধামুপাড়ার একটি বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন মা রাজিয়া আক্তার (৪৫), মেয়ে তানিয়া আক্তার (১৯) ও ছেলে মো. ইয়াছিন (২৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নগরের কলসী দিঘীর পাড় এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে মা,ছেলে-মেয়ে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা ভোরে তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আহতদের মধ্যে মা রাজিয়া আক্তারের শরীরের ৫৫ শতাংশ, ছেলে ইয়াছিনের ৩৫ শতাংশ ও মেয়ে তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। ধোঁয়ায় আহতদের সবার শ্বাসনালীতে সমস্যা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!