
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনসুর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মনসুর সিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের কাছে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহত মনসুর ছিনতাই মামলার আসামি। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনার চারটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানান ওসি।
Lohagaranews24 Your Trusted News Partner