নিউজ ডেক্স : নগরীর দেওয়ানহাটে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক চীনা দম্পতি।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।রিকশায় চড়ে যাওয়ার সময় ওই দম্পতির কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। ব্যাগে নগদ টাকা, ডলার, ল্যাপটপসহ কয়েক লাখ টাকার জিনিপত্র ছিল।
ডবলমুরিং থানার এসআই কায়সার হামিদ বলেন, নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এই চীনা দম্পতি। তারা বাংলাদেশে ব্যবসা করেন বলে জানিয়েছেন।আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখছি কারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
-সিটিজি টাইমস