নিউজ ডেক্স : চট্টগ্রামে পোশাক কারখানা ও ব্যাংকে ২৯ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় পৃথক এ দুটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সারওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টায় নগরীর সাগরিকা এলাকার পিনটেকস গার্মেন্টস এবং সোয়া ১০টার দিকে খাতুনগঞ্জের যমুনা ব্যাংকের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে এ দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
