
নিউজ ডেক্স : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মো. মোস্তাফিজুর রহমান (৬৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. মো. মোস্তাফিজুর রহমানের সহপাঠী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বা বিআইটিআইডির সাবেক পরিচালক ডা. মো. আবু তৈয়ব বলেন, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষা করানো হলে পজেটিভ আসে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ মিরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অবসর নেন। বাংলানিউজ
