নিউজ ডেক্স : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে মো. নুরুল আজীম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার ভোরে উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় কোরবান সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার স্টেশন অফিসার প্রীতি বড়ুয়া বলেন, পশ্চিম গোমদন্ডীতে চুলার আগুনে তিনটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।