নিউজ ডেক্স : চকরিয়ায় গালা ও পায়ের রগকাটা এক ট্রাক চালকের লাশ উদ্বার করেছে পুলিশ | শুক্রবার (১৭ আগস্ট) ভোররাতে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া ব্রিজ নামক স্থান থেকে ফজল করিম (৫০) নামক উক্ত ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফজল করিম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আকিম আলীর পুত্র। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর সরকারি হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গাড়ীর লোকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডেকে নিয়ে যাওয়া পর আর বাড়ী ফিরেনি ফজল করিম। পুর্বের কোন ঘটনার রেশ ধরে |কে বা কারা তাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ হতে দাবী করা হচ্ছে। ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
