নিউজ ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা ওই এলাকার জাকের আহমদের মেয়ে।
স্থানীয় ইউপি মেম্বার আরজু আরা বেগম বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় রোকসানা বাড়ির উঠানে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।