Home | দেশ-বিদেশের সংবাদ | চকরিয়ায় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নদীতে

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নদীতে

নিউজ ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে আবদুল জব্বার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২ টার দিকে চকরিয়া পহরচাঁদা গোবিন্দপুর বিএমচর এলাকার মাতামুহুরি নদীর সেতুতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুল জব্বার (৫০) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার আসহাব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি দ্রুতগামী ট্রেন পহরচাঁদা সেতু পার হচ্ছিল। এ সময় ওই সেতু দিয়ে গরু নিয়ে পার হচ্ছিলেন দুই পথচারীসহ আবদুল জব্বার। এ সময় অন্য দুইজন নিরাপদে সেতু পার হতে পারলেও বেকায়দায় পড়ে আবদুল জব্বার। তিনি  দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মাতামুহুরি নদীতে পড়ে যান। পরে পরিবারের স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সংস্থাটির সদস্যরা কয়েকঘণ্টা চেষ্টা চালালেও আবদুল জব্বারের খোঁজ পাননি।

পেকুয়া শিলখালী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি জানান, আবদুল জব্বার গরু ব্যবসায়ী। তিনি বিভিন্ন হাটে গরুর ক্রয়-বিক্রয় করে থাকেন। আজ গরু নিয়ে বিএমএ চর এলাকায় বেতুয়া বাজারে যাওয়ার সময় পহরচাঁদা ব্রিজে ট্রেনের ধাক্কায় নদীতে নিখোঁজ হন। তবে অন্য দুই পথচারী অক্ষত আছেন।

চকরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারে কয়েক ঘণ্টা চেষ্টা করা হয়েছে কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। -সিভয়েস২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!