নিউজ ডেক্স : নগরীর চকবাজার থানার জয়নগর এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বিকেল পৌনে তিনটার দিকে আমাদের অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়েছে। তিনটি স্টেশনের ছয়টি গাড়ি নিয়ে আমরা ঘটনাস্থল চকবাজারের দুই নম্বর জয়নগর এলাকায় যাচ্ছি।

এদিকে পরবর্তীতে আবার যোগাযোগ করা হলে, নয় কক্ষ বিশিষ্ট একটি বসতঘর পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয় বলেও জানায় ফায়ার সার্ভিস। – বাংলানিউজ