Home | দেশ-বিদেশের সংবাদ | গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রাম সার কারখানার উৎপাদন

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রাম সার কারখানার উৎপাদন

নিউজ ডেক্স : গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই সার কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক। তিনি বলেন, গ্যাস না পাওয়ার কারণে কারখানার সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে তখনই কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না। 

জানা গেছে, এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিলো কারখানাটি। গত রোববার রাতে কারখানা চালু করা হয়েছিল। এবার গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ করা হলো। -ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!