Home | দেশ-বিদেশের সংবাদ | গ্যাস লাইনের লিকেজ থেকেই পাথরঘাটা বিস্ফোরণ : জেলা প্রশাসনের তদন্ত কমিটি

গ্যাস লাইনের লিকেজ থেকেই পাথরঘাটা বিস্ফোরণ : জেলা প্রশাসনের তদন্ত কমিটি

salo_1574101506

নিউজ ডেক্স : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) নগরীর পাথরঘাটার যে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে সেটি গ্যাস লাইনের ত্রুটির কারণে হয়নি দাবি করলেও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বলছে বিস্ফোরণটি হয়েছে গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকেই।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফুল ইসলাম আজ রবিবার (২৪ নভেম্বর) বলেছেন, ‘রাইজার থেকে গ্রাহকের পাইপ লাইনের অংশে লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের ১৩ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে আজ রবিবার। প্রতিবেদনটিতে এ ধরনের দুর্ঘটনা নিরোধে পাঁচটি সুপারিশও করা হয়।  গত ১৭ নভেম্বর সকালে নগরীর পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবনের নিচ তলায় বিস্ফোরণে সাতজন নিহত হন। নিহতরা সবাই ওই ভবনের বাসিন্দা ও পথচারী।

বিকট ওই বিস্ফোরণে বড়ুয়া ভবনের নিচতলার দেয়াল ও সীমানাপ্রাচীর ধসে রাস্তার উপর পড়ে। বড়ুয়া ভবনের আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে। দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর ও পুলিশ এ দুর্ঘটনার জন্য গ্যাস লাইন লিকেজকে দায়ী করেছিল।

তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা দাবি করছিলেন, তাদের গ্যাস লাইনে কোনো ত্রুটি ছিল না। কেজিডিসিএল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে যে কমিটি ঘটনার দিন তাদের প্রতিবেদন দিয়ে একই দাবি করে।

কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খায়ের আহমেদ মজুমদার তখন বলেছিলেন, ‘আমরা গ্যাসের রাইজার, ওই বাড়ির চুলা এবং গ্যাস লাইন অক্ষত পেয়েছি। রান্নাঘরেও কোনো সমস্যা হয়নি। এ থেকে আমরা নিশ্চিত, দুর্ঘটনা গ্যাসের কারণে হয়নি।’

তবে প্রশাসনের তদন্তে পাওয়া গেল ভিন্ন চিত্র। সিটি করপোরেশন, বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। -বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!