এলনিউজ২৪ডটকম : গণতন্ত্র পুণরুদ্ধারে রাজপথে ছাত্রদলকে ত্যাগ শিকার করতে হবে। ঈদের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ রক্ষার, গণতন্ত্র রক্ষার যে কর্মসূচী ঘোষণা করবে তা রাজপথে থেকে মোকাবিলা করতে হবে। ২৩ জুন বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুর ইসলাম রাহী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দেশের এই ক্লান্তিকাল সময়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করায় অনুষ্ঠান আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শওকত আকবর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফৌজুল কবির ফজলু।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ হোসাইন নিষাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আসিফ খান সবুজ, পরানগড় ইউনিয়ন ছাত্রদল নেতা আবু ওবাইদা আরফাত, সোলাইমান বাবুল, দিদার ও ইকবাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান, আবু বক্কর, রমজান আলী, জমির উদ্দিন, মুমিন, আলী আকবর, মোঃ রিদুয়ান, দেলোয়ার হোসেন, মোঃ শাহজাহান, মোঃ শোয়াইব, মনজুর আলম, ফানা উল্লাহ, মোঃ জসিম, আকাশ, বাবুল, মোঃ নুরুচ্ছফা, মোরশেদ ও মোঃ তৌহিদ।