
‘কুরআন-হাদীসের আলোকে প্রিয় ও অপ্রিয়’ গ্রন্থের মোড়ক উন্মোচন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা খালিদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা উপাধ্যক্ষ ওসমান গণি, কলামিস্ট মোহাম্মদ হোসেন ও সাহিত্যিক মুহাম্মদ সোলাইমান।
মাদ্রাসার সকল শিক্ষক’ র উপস্থিতিতে মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থের লেখক মাদ্রাসার আরবি প্রভাষক আরিফুল হক এনামী স্বাগত বক্তব্য রাখেন।

গ্রন্থটি ইসলামিয়া লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ছানুবির পরিবেশনায় প্রকাশিত হয়। এই গ্রন্থটি ছাড়াও লেখকের লেখা আরো ১২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner