ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

canada20170130092847

আন্তর্জাতিক : কানাডার কুইবেক শহরের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার মাগরিবের নামাজের সময় ওই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মসজিদটির সভাপতি মোহাম্মেদ ইয়াংগুই।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টার মসজিদটি লক্ষ্য করে গুলি ছুড়েছে। সেসময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। তারা মাগরিবের নামাজ পড়ছিলেন।

পুলিশ মসজিদের চারপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। তবে তারা এই হামলার বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

মসজিদে হামলা সম্পর্কে সভাপতি মোহাম্মেদ ইয়াংগুই বলেছেন, ‘এখানে কেন এমন ঘটনা ঘটল? এটা সত্যিই বর্বর।’

তিনি আরো জানিয়েছেন, ওই হামলার সময় তিনি মসজিদে উপস্থিত ছিলেন না। তবে মাগরিবের নামাজের সময় তাকে কেউ ফোন করেছিলেন। তিনি হামলায় কতজন আহত হয়েছেন সে ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

২০১৩ সালে শহরটিতে হিজাব নিষিদ্ধ করা হয়। তারপর থেকেই কুইবেক শহরটিতে ইসলামভীতি বেড়ে গেছে। এছাড়া ২০১৫ সালে প্রতিবেশী ওনতারিও প্রদেশের একটি মসজিদে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!