এলনিউজ২৪ডটকম: কাতারে সড়ক দূর্ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাত ৯টার দিকে পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। জসিম উদ্দিন উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বানোয়ার পাড়ার মৃত মোজাহার মিয়ার পুত্র ও ২ সন্তানের জনক।

নিহতের চাচাতো ভাই মো. শহিদ জানান, গতো বছর রমজান মাসে জসিম উদ্দিন জীবিকার তাগিদে কাতার যান। সেখানে তিনি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত মঙ্গলবার (৪ মার্চ) কাজের অর্ডার নেয়ার জন্য যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের রুমমেট এস এম ফোরকান আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন- জসিম গতো বছর রমজানে নতুন এসেছিলেন কাতারে। তারা একই রুমে ছিলেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। জসিম অনেক রসিকতা মনের মানুষ ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহতের মরদেহ সেখানে দাফন কিংবা দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।