ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | কবিতা : কোনো এক আত্মজাকে

কবিতা : কোনো এক আত্মজাকে

Sumi-10

____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি____

আত্মজা,
এসো,
তোমাকে নেবো আজ
ইতিহাসের কাছে-
একুশে নামের
গৌরবের লাল সূর্যটা
যেদিন পুড়েছিল
ফাগুনের আগুনে
রক্তের প্লাবনে।
আগে অবধি যার
দেশ জুড়ে ছিল
ঘুটঘুটে আঁধার-
অগৌরবের।
মুঠো খোলো, আত্মজা
তোমাকে কুড়োতে হবে
কাঠগোলাপ, কাঁঠালিচাঁপা
কৃষ্ণচূড়া, সোনালুর ঝাড়
অঞ্জলি ভরে নেবে
উৎসর্গের নৈবেদ্য।
এসো, আত্মজা
তোমাকে নিয়ে যাবো
পবিত্র দাগের মাঝে
অপরিশোধিত
ঋণের কাছে,
যেখানে গেলে
দেখতে পাবে-
মায়ের ভাষায়
কথা বলার অতি
স্বাভাবিক অধিকার
ছিনিয়ে নিতে হয়
বিমাতা-ভাষার
গরাদ ভেঙে-
তখন আকাশটা আর
আকাশ থাকে না
সূর্যটাও ঠিক
সূর্য থাকে না
বুক জুড়ে থাকে শুধু
কালো মেঘের ঘনঘটা।
আত্মজা, এসো
রক্তাক্ত সূর্য কোলে
মাথা নিচু করে
কুর্নিশ করা
ধবধবে শাদা মিনারে
যেমনটা শিশুর ঠোঁট
ঝুঁকে মায়ের স্তনে!
দেখাবো-
কী করে,
আকাশটা আমাদের হয়েছিল
সূর্যটা হয়ে উঠেছিল ঠিক সূর্য
বাংলাদেশের
লাল-সবুজের,
বাংলাভাষীর
মুখের বুলির!
চোখ মেলো
আত্মজা,
দেখো-
বিশ্ববাসীর মাথা নোয়ানো আজ
সুবিদিত ইতিহাসের কাছে
প্রেরণার সূর্যের কাছে
অহংকারী অধ্যায়ের কাছে
আমাদের একুশের কাছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!