Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজার সৈকতে ইউনিফর্ম বাধ্যতামূলক

কক্সবাজার সৈকতে ইউনিফর্ম বাধ্যতামূলক

byke-720x540-720x540

নিউজ ডেক্স : কক্সবাজারকে আরো বেশী পর্যটনবান্ধব করতে নানামূখী উদ্যাগ গ্রহন করছে জেলা প্রশাসন। বিশেষ করে বীচ এলাকার ওয়াটার বাইক, বীচ বাইক চালক, ফটোগ্রাফার, দোকানদার ও কীটকট ব্যবসায়ীদের নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ইউনিফর্ম অনুসরণ না করলে কার্ড বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন ও প্রটৌকল শাখা সুত্রে জানা গেছে ওয়াটার বাইক ‘হলুদ’, বীচ বাইক ‘কমলা’, ফটোগ্রাফার ‘লাল’, দোকানদারও কীটকট ব্যবসায়ীরা ‘নীল’ রঙের পোষাক পরবে। তাদের প্রত্যেকের জন্য দেয়া হয়েছে আলাদা নাম্বার। নির্ধারিত ইউনিফর্ম ছাড়া বীচ এলাকায় কেউ ব্যবসা করলে তাদের কার্ড বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন ও প্রটৌকল শাখার কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

তিনি বলেন, কে পর্যটক, আর কে সেবা প্রদানকারী তা অনেক সময় চেনা সম্ভব হয়না। ফলে হয়রানীর শিকার পর্যটকদের প্রতিকার দেয়া কঠিন হয়ে যায়। বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসন প্রত্যেক ব্যবসায়ীকে ইউনিফর্ম বাধ্যতামূলক করেছে। -সিবিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!