নিউজ ডেস্ক: কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান নামে এক টমটম চালক নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের বিজিবি ক্যাম্প ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে।
মিজানের সঙ্গে থাকা তার মামা মোহাম্মদ হোসেন জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছ তলায় ছিনতাইকারীরা মিজানের মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মিজানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিজানের স্বজন ও সহকর্মীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।