নিউজ ডেক্স : এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ রাস্তাঘাটের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক মতামত জরিপের ওপর ভিত্তি করে এই তথ্য প্রকাশ করেছে ডাটালিডস।
রাস্তার মানের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে ১১৩তম অবস্থান বাংলাদেশের। এরপর আছে শুধু নেপাল। পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে দেশটিতে অবকাঠামোগত উন্নয়নে বাধা পেতে হয়।
এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো রাস্তা সিঙ্গাপুরে। তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। এশিয়ায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে জাপান ও তাইওয়ান। এরপরই আছে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
উন্নত রাস্তাঘাটের তালিকায় বিশ্বে চীনের অবস্থান ৩৯তম। উদীয়মান অর্থনীতি ও বিকাশমান উন্নয়নের কারণে ভালো মানের রাস্তা নির্মাণ হচ্ছে দেশটিতে। চীনে বর্তমানে বিশ্বমানের ৮৫ হাজার কিলোমিটার রাজপথ রয়েছে।
তালিকায় এশিয়ার মধ্যে ভালো অবস্থানে আছে ব্রুনেই ও শ্রীলংকায়। ভারতের রাস্তাঘাটও আগের চেয়ে তুলনামূলক ভালো অবস্থায় যাচ্ছে। বিশ্বে তাদের অবস্থান ৫১তম। থাইল্যান্ড ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৬০ ও ৭৭তম।