নিউজ ডেক্স : এমপিওভূক্ত স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের চেক ব্যাংকে পাঠানো হয়েছে। আগামী ২৯ আগস্টের মধ্যে বোনাসের টাকা তোলা যাবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অর্থ বিভাগের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, ২৩ আগস্ট এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে পাঠানো হয়েছে। যার স্বারক নম্বর ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০২.২০১৭.৫৯৩২.১৩। সকলে স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে আগামী ২৯ আগস্টের মধ্যে বোনাসের টাকা তুলতে পারবেন।
তিনি বলেন, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস দিতে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। এরপর তা অনুমোদন হলে অধিদফতরকে বোনাস প্রদানে নির্দেশ দেয়া হয়। তার ভিত্তিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ প্রদান করা হয়েছে।
তবে এমপিওভূক্তদের আগস্ট মাসের বেতন দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।