নিউজ ডেক্স : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় এখনো ৩ বাংলাদেশি নিখোঁজ ও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুজন নিহত হয়েছেন, লিপি নামের একজন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। এর বাইরে আরো চারজন আহত।
তিনি আরো বলেন, মোজাম্মেল হক, শাওন এবং জাকারিয়া ভুঁইয়া নামের তিনজনের কোনো খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।