নিউজ ডেক্স : পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি আলমারি ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ জিনিস খোয়া গেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।
জানা গেছে, হাসপাতালের পরিসংখ্যানবিদের কক্ষের দুটি আলমারির তালা ভাঙা। পিছনের জানালার গ্রীল কাটা রয়েছে।-বাংলানিউজ
ডা. সব্যসাচী নাথ বলেন, হাসপাতালে অ্যাকাউন্টস সেকশনে দুটি আলমারি ভেঙে মালামাল নিয়ে গেছে। তবে কি কি চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। থানা পুলিশ হাসপাতালে এসেছে। সবকিছু যাচাই করে কি কি চুরি হয়েছে তা জানা যাবে।