এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয় মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ নাছির উদ্দিন। ৭ মে তিনি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে প্রকাশ, কিছু অসাধু সিন্ডিকেট চক্র প্রশাসনকে তোয়াক্কা না করে অবৈধভাবে উত্তর বড়হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইটভাটা নির্মাণ করছে। যার ফলে স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হবে। এছাড়াও স্থানীয় জনসাধারণের চলাফেরা ও পরিবেশের মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। তাই জরুরী ভিত্তিতে উক্ত ইটভাটার মালিকের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ ও ইটভাটা নির্মাণ কাজ বন্ধ করার আবেদন জানিয়েছেন।
