
কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গার ধারালো ছুরিকাঘাতে মো: মমতাজ উদ্দিন (৪৭) নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে খুন হয়েছে। আহত হয়েছে আরো একজন। ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া এলাকার ক্যাম্পে-৩ ডি.ডি হাফ জোনে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জড়িত ঘাতক আরিফ উল্লাহকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে এবং মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি (তদন্ত) মাকসুদ আলম। এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের বলেন, রোহিঙ্গারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। একে অপরের সাথে মারামারি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের উপরও তারা কারণে-অকারণে চড়াও হয়ে হামলা করছে। উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, তাদের মধ্যে মিয়ানমারে থাকাকালীন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। এ বিষয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner