ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় মানবপাচারকারী সদস্য আটক

উখিয়ায় মানবপাচারকারী সদস্য আটক

ARREST-bg20180409130215
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মনজুর আলম (৩২) নামক মানবপচারকারী সিন্ডিকেট সদস্যকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তি জালিয়াপালং ইউনিয়নের মো. শফিরবিল গ্রামের আব্দু সালামের পুত্র।
জানা যায়, মনজুর আলম সাগর পথ দিয়ে মালেশিয়ায় মানবপাচারে জড়িত ছিল। তিনি সমুদ্র উপকূলীয় ভিত্তিক শক্তিশালী মানবপাচারকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য।
মনজুর আলমের বিরুদ্ধে মানবপাচার, অগ্নিসংযোগসহ বন আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পুলিশ শফির বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায় রামু থানার জি.আর-১৮০/২০১৩ মানবপাচার ও নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় মনজুর আলমকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!