
আন্তর্জাতিক ডেক্স : শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটির পূর্বাঞ্চলে মওমেরে এলাকায় এ ভূমিকম্প হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপিষ্ঠের ১৮.৯ কিলোমিটার গভীরে।

Lohagaranews24 Your Trusted News Partner