নিউজ ডেক্স : গাজীপুরে সদু মণ্ডল (৫৫) নামের এক ইটভাটার মালিক খুন হয়েছে। গতকাল শনিবার রাতে সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সদু মণ্ডল বাঘিয়া এলাকার কলিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১২টার দিকে সদু মণ্ডলের সঙ্গে তার পরিবারের যোগাযোগ হয়। এরপর রাতে আর বাসায় ফিরেননি তিনি। আজ রবিবার সকালে বাঘিয়া এলাকায় বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে গর্তে সদু মণ্ডলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সূত্র আরো জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার হাত পা ও গলা রশি দিয়ে বাঁধা ছিল।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।