ইংরেজী নববর্ষ উপলক্ষে আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক ইব্রাহিম চৌধুরী বাবু সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন বছরে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০১৯ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে সবার জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে।

আমাদের মাঝ থেকে হারিয়ে গেল আরো একটি বছর। সুখ দু:খ আনন্দ কান্না, সবই ছিল আমাদের মাঝে। জানি না কেমন কাটবে নতুন বছর। সবারই প্রত্যাশা থাকে নতুন বছরটি ভাল কাটবে। কিন্তু যায় দিন ভাল আসে দিন খারাপ কথাটির ব্যাখ্যা আছে। পিছনের যে দিন ফেলে এসেছি মনে হয় না সেদিনটির মতো আর ফিরে পাবো। আমরা চাই নতুন বছর সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো। আবারো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।