Home | দেশ-বিদেশের সংবাদ | আ.লীগের জোটে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী ও কর্নেল অলি!

আ.লীগের জোটে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী ও কর্নেল অলি!

image-74988-1539459044

নিউজ ডেক্স : ভোটের আগে জোটের রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। ড. কামাল হোসেনের নেতৃত্ব সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি। জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশের পর পরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ এবং কর্নেল (অব.) অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে যে কোনো সময়।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কাদের সিদ্দিকী ও কর্নেল অলি আহমেদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দুই নেতাই সরকার সমর্থক জোটে শর্ত সাপেক্ষে যোগ দিতে আগ্রহের কথা জানান। তাদের দেয়া শর্ত ও আগ্রহের কথা এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও জানানো হয়েছে।

সূত্র জানায়, কাদের সিদ্দিকী ও অলি আহমেদের জোটভুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দেবে কৃষক শ্রমিক জনতা লীগ এবং এলডিপি।

এ বিষয়ে জানতে দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হলে দুজনই কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে আওয়ামী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে নেতিবাচক সমালোচনা করায় দল থেকে কাদের সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি কৃষক শ্রমিক জনতা লীগে গঠন করে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যান। বিভিন্ন সময়।শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করলেও বিএনপির নেতৃত্বাধীন জোটে কখনো যোগ দেননি কাদের সিদ্দিকী।

কর্নেল (অব.) অলি আহমেদ একসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘণিষ্ঠ সহচর ছিলেন। বিএনপি শাসনামলে একাধিকবার তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপির শীর্ষনেতাদের সঙ্গে মতবিরোধের কারণে ২০০৬ সালে দল থেকে পদত্যাগ করেন। গড়ে তোলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পরে ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে অলি যুক্ত বিএনপি নেতৃত্বাধী ২০ দীয় জোটে।

সূত্র : পূর্বপশ্চিমবিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!