এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আজ ১৭ মে (বৃহস্পতিবার) সকালে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম চৌধুরী বাবু। কমিটির অন্যান্যরা হলেন সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ছালাম, সদস্য যথাক্রমে হাবিবুর রহমান, রফিক দিদার, মোঃ ইউনুচ ও মোঃ আবদার চৌধুরী।
জানা যায়, অনুষ্ঠানিকভাবে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার। উক্ত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম চৌধুরী বাবু আমিরাবাদ জনকল্যাণ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম হাজী ইছহাক মিয়ার পুত্র।