লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে মাটি পরীক্ষা কাজ আজ ২ সেপ্টেম্বর রবিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম চৌধুরী বাবু।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য রফিক দিদার, দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুন পাল, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আলী, আমিরাবাদ ইউপি সদস্য মাষ্টার জাহাঙ্গীর আলম ও এলাকাবাসীর পক্ষে শহিদুল ইসলাম, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইরফান।

জানা যায়, স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১২০ ফুট দৈর্ঘ্য ও ৪৫ ফুট প্রস্থ ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের অনুমোধন দেন। আগামী এক মাস পরে উক্ত ভবন নির্মাণের মূল কার্যক্রম শুরু হবে জানা গেছে। – খবর প্রেস বিজ্ঞপ্তি