এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী আজ ১৬ মে (বুধবার) জামিনে মুক্তি লাভ করেছেন। চেয়ারম্যানের বড় ভাই সাবেক মেম্বার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের ভাংচুর ও নাশকতায় মামলায় গত ১২ এপ্রিল তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, কারাগার থেকে নির্বাচিত হয়ে প্রায় আড়াই বছর পর গত ১৩ মার্চ আমিরাবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছিলেন কাজী নুরুল আলম চৌধুরী। দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় তিনি পুণরায় গ্রেফতার হয়েছিলেন।