Home | অন্যান্য সংবাদ | আবারো নায়করাজের মৃত্যু গুজবে বিরক্ত পরিবার

আবারো নায়করাজের মৃত্যু গুজবে বিরক্ত পরিবার

file-37

নিউজ ডেক্স : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর নিয়ে আবারো গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার (১১ ডিসেম্বর) দুপুর থেকেই খবরটি ছড়াতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপেও রাজ্জাক মারা গেছেন বলে খবর রটে!

পুরো ব্যাপারটি নিয়ে খুবই বিরক্ত নায়কের পরিবার। রাজ্জাকের ছোট ছেলে সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‘আমরা কিছুতেই বুঝতে পারছি না লোকজন কেন এমন অদ্ভুত আচরণ করছেন! যেখানে সবাই দোয়া করবেন আব্বা যেন বেঁচে থাকে সেখানে উল্টো তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে! দুইদিন পর পর আব্বাকে মেরে ফেলে মিথ্যে সংবাদ, ভ্রান্ত খবর ছড়িয়ে দিচ্ছেন কিছু বিকারগ্রস্থ মানুষ। এটা খুবই বিরক্তিকর। আমি জেনেছি কী একটা আন্ডারগ্রাউন্ড অনলাইন পোর্টালে আব্বা মারা গেছেন বলে খবর প্রকাশ হয়। সরকারের উচিত অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা তৈরি করে দেয়া। নানা সময় ওইসব অনলাইন নানা রকম বিভ্রান্তি ছড়ায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াও উচিত।’

সম্রাট আরো বলেন, ‘আল্লাহর রহমতে আব্বা সুস্থ আছেন। মাঝে হঠাৎ একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। এখন অনেক ভালো আছেন।’

নায়ক রাজের কনিষ্ঠ পুত্র আরো বলেন, ‘চলতি বছরের জুনে আব্বা অসুস্থ হয়ে পড়ার তখনও একবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। আমরা এটা তাকে জানতে দেইনি। কারণ তিনি শুনলে কষ্ট পেতেন। আবারও তার মারা যাওয়া গুজব ছড়াচ্ছেন। বিষয়টি খুব সেনসিটিভ। সকলের কাছে অনুরোধ তার মৃত্যু নিয়ে আর গুজব ছড়াবেন না।’

এদিকে গেল সপ্তাহেই জানা গিয়েছিলো আগামী বছরের শুরুতে রাজ্জাক আবারো চলচ্চিত্রে ফিরবেন। তিনি অভিনয় করবেন ‘দাদুভাই’ নামের একটি ছবিতে। কমল সরকারের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন জি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!