আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছর বয়সে যুক্তরাজ্য ছেড়ে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেওয়া শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।
বুধবার যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) শামীমার আবেদন নাকচ করে দিয়ে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

এর আগে, গত নভেম্বরে পাঁচ দিনব্যাপী এ আপিলের শুনানি হয়। আজ বুধবার এ সিদ্ধান্ত দেন বিচারক রবার্ট জে।
রায়ে শামীমা ব্রিটেনে ফিরতে পারবেন কিনা তা নির্ধারণ করা হয়নি, তবে তার নাগরিকত্ব বাতিল বৈধ ছিল। কমিশন জানায়, শামীমার নাগরিকত্ব বাতিল আইনিভাবে সঠিক ছিল।
বর্তমানে ২৩ বছর বয়সি শামীমা উত্তর-পূর্ব সিরিয়ার একটি শরণার্থী শিবিরে রয়েছেন। ২০১৫ সালে দুই স্কুল বন্ধুর সঙ্গে আইএসে যোগ দিতে সিরিয়ায় যান।
২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেছিলেন শামীমা।