নিউজ ডেক্স : আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল ক্রুড অয়েল ৬৩ দশমিক আট দুই ডলার এবং লন্ডন ব্রেন্ট ক্রুড অয়েল এখন বিক্রি হচ্ছে ৬৭ দশমিক দুই দুই ডলারে।
তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেক জানায়, ২ সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী সব ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮ শতাংশ হারে বেড়েছে। আর বছর ব্যবধানে এর দাম বেড়েছে ২০ শতাংশ। উৎপাদন সীমিত রাখার কারণেই এর দাম ক্রমান্বয়ে বাড়ছে বলে জানায় ওপেক।
চলতি বছর সবচেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হয় ১৫ জানুয়ারি। ওই দিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল ৭০ দশমিক দুই ছয় ডলার এবং মার্কিন ক্রুড অয়েল ৬৬ দশমিক এক চার ডলারে বিক্রি হয়।