Home | দেশ-বিদেশের সংবাদ | আদালত ভবনে ছিনতাই মামলার আসামিকে ছুরিকাঘাত

আদালত ভবনে ছিনতাই মামলার আসামিকে ছুরিকাঘাত

full_1489665788_1451362467_139112

নিউজ ডেক্স : চট্টগ্রামে আদালত ভবনে ছিনতাই মামলার এক আসামিকে ছুরিকাঘাত করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত সপ্তাহে তিনি ওই মামলায় জামিন পান। মামলা নিয়ে বিরোধের জের ধরে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের নতুন আদালত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটায় প্রতিপক্ষরা।

আসামির নাম মো. জুয়েল (২৮)। তিনি নগরীর বায়েজিদ থানায় একটি ছিনতাই মামলার আসামি।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, জুয়েলের ছোট ভাই সুমনকে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে মারধর করে। এ ঘটনায় তারা একটি মামলা করেছিল। সেই মামলাটি আজ আদালত থেকে তুলে নেয়ার কথা ছিল।

নির্মলেন্দু বলেন, ওই মামলা তুলে নেওয়ার বিষয়ে আদালত ভবনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোতলার সিঁড়ির কাছে প্রতিপক্ষের লোকজন জুয়েলের উরুর পেছনের অংশে ছুরিকাঘাত করে। এর পর জুয়েল আহত অবস্থায় দৌড়ে তিন তলায় উঠে তৃতীয় মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে আসামিদের কাঠগড়ায় ঢুকে পড়েন।

বিচারক তখন এজলাসেই ছিলেন।

হামলাকারীদের বিরুদ্ধেও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “নূর আলম কসাই নামের একজন জুয়েলকে ছুরি মারে। ওই সময় বার্মা কলোনির সেন্টু, সবুজ, সাইফুল ও লেদু তার সঙ্গে ছিল। ”

এ ব্যাপারে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) কাজী শাহাবুদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তারা জুয়েলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তবে হামলাকারীরা ততক্ষণে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছি তাদের আমরা চিহ্নিত করতে পেরেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। -কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!