নিউজ ডেক্স: চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ওরফে ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত গভীর রাতে নগরীর খুলশী থানাধীন তুলাতলী রেললাইন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন উত্তর কলাউজান সিকদার পাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গ্রেফতার ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। গত ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সে চট্টগ্রাম কারাগারে ছিলেন।
তিনি জানান, মঙ্গলবার ওই মামলা সংক্রান্ত শুনানির জন্য তাকে আদালতে উপস্থিত করা হয়। শুনানি শেষে পরে চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় ইকবালসহ মাদক মামলার আরেক আসামি সুকৌশলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অন্য আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।