নিউজ ডেক্স : আন্তর্জাতিক যোগ দিবস আজ (২১ জুন, বুধবার)। বিশ্বের ১৯০টি দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
‘যোগ’ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতসহ বিশ্বের অনেক দেশে আজও প্রচলিত।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। বাংলাদেশও দিবসটি পালনের পক্ষে সমর্থন দেয়।
আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকায় কর্মসূচি পালন করে ভারতীয় হাইকমিশন। দিবসটি উপলক্ষে আজ (বুধবার) সকাল ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেত যোগ ব্যায়ামের আয়োজন করা হয়েছে।